১ মিনিটেই ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করুন

ইমরান হোসাইন
স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এ বিজ্ঞাপন। 

স্মার্টফোনের ৮০% বিজ্ঞাপন বন্ধ করা যায় ডিএনএস ব্যবহার করে। এবার দেখে নেওয়া যাক কিভাবে করবেন প্রাইভেট ডিএনএ সেটআপ।

  • প্রথমে মোবাইল ফোন থেকে Settings এ যাবেন।
  • তারপর network and Internet/More connection অপশনে যাবেন। অথবা Settings এর সার্চ অপশনে গিয়ে DNS লিখলে নিচের অপশনটি খুঁজে পাবেন।
  • তারপর নিচে স্ক্রোল করুন, Private DNS নামে অপশনে যাবেন।
  • তারপর private DNS provider hostname এ ক্লিক করে “dns.adguard.com” লিখে সেভ করুন।

ওয়েল ডান!!! এখন থেকে আপনার ফোনে বিরক্তিকর বিজ্ঞাপন আসা বন্ধ হবে।

শেয়ার করুন