জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং ঝলক দেখালেন তাসকিন

স্পোর্টস ডেস্কএম আর রাজু

বিশ্বকাপের আগে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম টি২০তেই বল হাতে ঝলক দেখালেন তাসকিন আহমেদ। তাসকিনের বোলিং তান্ডবে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে ব্যাটাররা। চার ওভার বল করে ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট।

বল হাতে তাসকিন প্রথম ওভারে দেন মাত্র তিন রান। তার আগে শরিফুল এক ওভারে দুই চার খেলেও তাসকিনের গতির কাছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা খেয়েছেন নাকানি চুবানি।

তাসকিন আসল চমকটা দেখান নিজের ২য় ওভারে। ওই ওভারের ১ম বল করেন স্টাম্পের একটু উপরে ব্যাটারের কোমর বরাবর। ব্যাটার শন উইলিয়ামস একটু উঁচু হয়ে বল নিচে নামাতে গেলে তা এক ড্রপে গিয়ে পড়ে স্টাম্পে। ম্যাচে নিজের ১ম উইকেটটা পেয়ে যান তাসকিন।

একই ওভারের ২য় বল তাসকিন করেন অফ স্টাম্পের একটু বাইরে। ব্যাটার ছিলেন রায়ান বার্ল। অফের দিকে কাট করতে গেলে বৃত্তের ভিতরে থাকা রিশাদের হাতে ক্যাচ দিয়ে আউট হোন রায়ান বার্ল। জোড়া উইকেট শিকারের ওভারে তাসকিন দেন মাত্র একরান।

তাসকিনের এই ওভারের পর জিম্বাবুয়ের রানের চাকা অচল হয়ে পড়ে। পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের যখন সংগ্রহ ৩ ওভারে ৩৬ রান। তার মধ্যে তাসকিন ১ ওভারে দেন মাত্র ৩ রান।

তাসকিন ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে গুনে গুনে দেন ৫টি ডট বল। ওই ওভারে ১ রান দেওয়ায় জিম্বাবুয়ে তাসকিনের ১ম তিন ওভারে রান নিতে পারে মাত্র পাঁচ। এখানেই জিম্বাবুয়ে ব্যাটারদের যেনো নিঃশ্বাস চেপে ধরেন তাসকিন।

তবে ৪র্থ ওভারের ৯ রান দেন তাসকিন। ওভারেরর প্রথম বলেই ছক্কা মারেন জিম্বাবুয়ান ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজা। ইনিংসের শেষ দিকে ব্যাটাররা একটু মারমুখি ভঙ্গিতেই থাকেন। তবে তাসকিন আবারও ফিরেন প্রথম তিন ওভারের ফর্মে।

ওভারের ৩য় বলে জিম্বাবুয়েকে খাদের কিনারা থেকে তুলতে থাকা ক্লিভ মাদান্দেকে দুই পায়ের মাঝ বরাবর ইয়ার্কারে মাটি থেকে স্টাম্প তুলে ফেলেন তাসকিন। নামের পাশে যুক্ত হয় আরও একটি উইকেট।

৪ ওভার বল করে সবচেয়ে কম ইকোনোমি, ৩.৫০ এ মোট রান দেন ১৪। তুলে নেন ৩টি উইকেট।

টি২০ বিশ্বকাপ সামনে রেখে এমন বোলিং দেখে আশায় বুখ বাঁধতেই পারেন তাসকিন ভক্তরা। আশা করতে পারেন বিশ্বকাপেও এভাবেই বল হাতে ঝলক দেখাবেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

শেয়ার করুন