ইরানের হামলার পর ইসরায়েলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সতর্কতা জারি!

সংবাদ বাতায়ন-অনলাইন ডেস্ক

ইরানের ড্রোন ও মিসাইল হামলার আশঙ্কায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আজ সকাল থেকে পরবর্তী কয়েক দিনের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। একইসাথে, ১,০০০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গত রাতে ইরানের ড্রোন হামলার পর আইডিএফ এই সিদ্ধান্ত নেয়। হামলায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

আইডিএফের মুখপাত্র রিয়ার-এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সতর্ক করে বলেছেন, “আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি। সতর্কীকরণ সাইরেন শোনার পর তাদেরকে আশ্রয়কেন্দ্রে গিয়ে সেখানে ১০ মিনিটের জন্য অবস্থান করতে হবে।”

এদিকে, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ইরান ৪০০-৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ছোঁড়া দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে।

উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে আইডিএফ সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সরকারের নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।


শেয়ার করুন